Weather Now Silchar

MOVIES NOW IN SILCHAR : Gold Digital Cinema: Chhichhore(10:00,5:30) Kanchanjangha{Assamese} 12:30 Saaho (2;15,8:15) Eylex Cinema:Saaho (10:30, 11:15,2:30, 8:30) Chichhore (1:45, 4:30, 5:45, 7:15) Oriental Digital Cinema: Saaho (11:15, 2:15, 5:30. SILCHAR WEATHER

প্ৰধানমন্ত্ৰী মোদি ১২ আগস্ট ভারতের ঐতিহ্যপূর্ণ পরিবেশকে প্ৰদর্শন করবেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে

প্ৰধানমন্ত্ৰী মোদি ১২ আগস্ট ভারতের ঐতিহ্যপূর্ণ পরিবেশকে প্ৰদর্শন করবেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে









ম্যান ভার্সেস ওয়াইল্ড(মানুষ বনাম বন্য জীবন)বন্যজীবন সম্পর্কে একটা জনপ্ৰিয় ব্ৰিটিশ টিভি শো। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে নিয়ে একটি বিশেষ অধ্যায় প্ৰদর্শন করা হচ্ছে এই শোতে। খবরে প্ৰকাশ,দুঃসাহসিক অভি্যানের প্ৰখ্যাত ব্যক্তিত্ব বিয়ার গ্ৰিলস শোটি পরিচালনা করেছেন। খবরে নিশ্চিত করে জানানো হয়েছে,মোদিকে নিয়ে আগামি ১২ আগস্ট রাত ৯ টায় ডিসকভারি চ্যানেলে এই অনুষ্ঠানটি প্ৰদর্শন করা হবে।
অনুষ্ঠানের উদ্যোক্তা গ্ৰিলস তাঁর টুইটার অ্যাকাউণ্টে এটা নিশ্চিত করেছেন ভারতের প্ৰধানমন্ত্ৰী মোদি থাকছেন এই অনুষ্ঠানে। ওই টুইটে গ্ৰিলস যা উল্লেখ করেছেন তাতে বলা হয়েছে,বিশ্বের ১৮০টি দেশ এই অনুষ্ঠান প্ৰত্যক্ষ করবে। নরেন্দ্ৰ মোদির অজানা দিকগুলো দেখার ও জানার সু্যোগ পাবেন দর্শককুল। বন্যপ্ৰাণী সংরক্ষণ এবং পরিবেশ পরিবর্তন সম্পর্কে জন সচেতনতা সৃষ্টিতে মোদি যে কতটা আগ্ৰহী তা বিশ্বের জনসমক্ষে প্ৰদর্শন করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।
এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত মোদি। শোয়ে অংশ নিতে পেরে নিজের অনুভব,উপলব্ধির কথা মোদি এভাবে ব্যক্ত করেছেন ডিসকভারি চ্যানেলের কাছে। ‘কয়েক বছর আমি পাহাড় ও জঙ্গল ঘেরা প্ৰকৃতির বুকে বাস করেছি। ওই বছরগুলো আমার জীবনে একটা বিরাট প্ৰভাব ফেলেছে। রাজনীতির বাইরে প্ৰকৃতিকে কেন্দ্ৰ করে এই বিশেষ অনুষ্ঠানের ব্যাপারে আমার আগ্ৰহ জানতে চাওয়া হলে আমি এই অনুষ্ঠানে সর্বান্তকরণে অংশ নিতে উদ্বুদ্ধ হয়ে পড়ি’।
শোয়ে অংশ নিতে পেরে মুগ্ধ হয়ে পড়েন মোদি। এই শোয়ে চারদিক সবুজে ঘেরা প্ৰকৃতির বুকে মোদিকে দেখা যাবে। তিনি বলেন,ভারতের নান্দনিক পরিবেশ পরম্পরাকে বিশ্বের সামনে তুলে ধরতে এই অনুষ্ঠান তাঁকে সু্যোগ এনে দিয়েছে। মোদি আরও বলেন,পরিবেশ,বন্য জীবন ও প্ৰকৃতির সঙ্গে সৌহাদ্য-সম্প্ৰীতি,বজায় রেখে কিভাবে জীবন যাপন করা যায় এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বোধ ছড়িয়ে দিতে এই শো তাঁর কাছে ছিল একটা বড় সু্যোগ।
প্ৰধানমন্ত্ৰী আরও বলেছেন জঙ্গলে সময় কাটানো তাঁর কাছে ছিল একটা বিরাট অভিজ্ঞতা। অনুষ্ঠানের উদ্যোক্তা বিয়ার গ্ৰিলসের প্ৰশংসা করেছেন মোদি। বলেছেন,দুঃসাহসিক অভি্যানে যে মানসিকতা,শক্তি ও জ্ঞানের প্ৰয়োজন তার পুরোটাই রয়েছে গ্ৰিলসের জীবন শৈলীতে।
শো-এর এই বিশেষ অধ্যায়টির চিত্ৰ গ্ৰহণ করা হয়েছে উত্তরাখণ্ডের জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানে। বন্যজীবন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে কিছু আলোকপাত করা হয়েছে শো-এর এই অধ্যায়ে। মোদির চমকপ্ৰদ এই পদক্ষেপ বাস্তবিকই উল্লেখযোগ্য এবং এরজন্য প্ৰকৃতার্থেই তিনি সবার প্ৰশংসার দাবি রাখেন।